Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবনালেখ্য ভিত্তিক টিভি ফিকশন স্বপ্নের ফেরিওয়ালা

| প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: সম্প্রতি প্রিয়দর্শণ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রদীপ দে’র কাহিনী ও পরিচালনায় নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের তৃতীয় প্রজন্মের করুণ গল্প নিয়ে বিশেষ টিভি ফিকশন ‘স্বপ্নের ফেরিওয়ালা’। এতে অভিনয় করেছেন আ খ ম হাসান, হুমায়রা হিমু, নাদের চৌধুরী, জয় রাজ, তৃপ্তি রানী মন্ডল, পূর্ণতা তানহা, এস আই ইমন, আনিকা ইসলাম, আজাদ, হৃদয়, শিশুশিল্পী তাম্মি ও এস আই ফারুক। চিত্রগ্রহণ সিরাজ খান, চিত্রনাট্য, সংলাপ ও উপদেষ্টা পরিচালক গাজী ফারুক । গ্রামের রাস্তায় রকমারী বেলুন, খেলনা ও সাজগোজের জিনিস ফেরি করে কোন রকমে জীবন চালিয়ে নিচ্ছিল মুক্তিযোদ্ধা সিরাজ কমান্ডারের ছেলে রমিজ উদ্দিন। একুশে ফেব্রুয়ারী, ছাব্বিশে মার্চ ও ষোলই ডিসেম্বর এলে সে পতাকাও ফেরী করে বেড়ায়। লাল সবুজ পতাকাটা স্পর্শ করলেই তার মনে হয় যেন বাবা শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ কমান্ডারের শরীরটা স্পর্শ করতে পারছে। একমাত্র কণ্যা স্বপ্ন মনে করে যে সে একজন বীর মুক্তিযোদ্ধার নাতনী। তাই তাকে পড়ালেখা করে অনেক বড় হয়ে হয়ে দেশ ও দশের সেবা করতে হবে, নয়তো সবাই আঙ্গুল তুলে বলবে একজন মুক্তিযোদ্ধার নাতনী মুর্খ্য। এতে তার দাদার মান যাবে! বাবার অভাব অনটনেও সে থেমে থাকেনা। আগামী ২৬ মার্চ এর বিশেষ নাটক হিসেবে একটি বেসরকারী টিভি চ্যানেলে প্রচার হবে বলে নাটকের প্রযোজক জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ