রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের মতিন ফকিরের মেয়ে ডালিয়া বেগম (২১)কে যৌতুকের জন্য শারিরিক নির্যাতন করেছে তার শশুর বাড়ির লোকজন। আর নির্যাতনের পর থেকেই সে নিখোঁজ রয়েছে। নিখোঁজের ১৫দিন পার হলেও তার কোন সন্ধান না মেলায় তার পিত্রালয়ের মানুষের মধ্যে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। আর নিখোঁজ গৃহবধুর কোন সন্ধান না পেয়ে তার মাতা রেশমি বেগম গৌরনদী থানায় একটি অভিযোগ দাখিল করলে পুলিশ এনিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।
জানাগেছে, ৮মাস আগে পারিবারিক সিদ্ধান্তে কালকিনি পৌর এলাকার উত্তর রাজদি গ্রামের মতিন ফকিরের মেয়ে ডালিয়া বেগমের বিয়ে হয় বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের সেজান সরদারের ছেলে রঞ্জন সরদারের সাথে। কিন্তু বিয়ের পরে যৌতুকের জন্য গত ১৬ফেব্রুয়ারী সকালে স্বামী ও শশুর বাড়ির লোকজন গৃহবধুর ওপর নির্যাতন চালায়। আর সেই থেকে গৃহবধু ডালিয়া নিখোঁজ রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।