প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন : সাম্প্রতিক সময়ে ‘জোছনা করেছে আঁিড়’ এবং নজরুল সঙ্গীত ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ গেয়ে বেশ আলোচনায় এসেছেন সঙ্গীতশিল্পী লুইপা। দুটি গানেই ল্ইুপার দরদী, মিষ্টি আর সুরেলা কন্ঠ শ্রোতাদের মুগ্ধ করে। এ ধারাবাহিকতায় লুইপা আবারো নতুন গান নিয়ে উপস্থিত হচ্ছেন। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় আকাশ সেন’র সুর সঙ্গীতে ‘জেন্টলম্যান’ শিরোনামের গানটি নিয়ে উপস্থিত হচ্ছেন তিনি। গানের কথা হচ্ছে ‘তোমায় দেখে মনের ভেতর জাগলো ইমোসন, আমি প্রেমে পড়ে গেছি ওগো ওগো জেন্টলম্যান’। লুইপা তার নতুন এই গানের মিউজিক ভিডিওর নির্মাণ করেছেন মানিকগঞ্জের একটি জমিদার বাড়িতে। মিউজিক ভিডিওর গল্পের নায়ক এই সময়ের তরুণ অভিনেতা সিয়াম আহমেদ। মিউজিক ভিডিওতে জেন্টলম্যান হিসেবে দেখা যাবে সিয়ামকে। এটি নির্মাণ করছেন সৌমিত্র ঘোষ ইমন, ক্যামেরায় আছেন শাহীন। লুইপা বলেন, ‘আমি সবসময়ই বিরহের গান গাইতে ভালোবাসি। সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে এবার রোমান্টিক গান গাইলাম। দেশজুড়ে সিয়ামের অনেক ভক্ত আছে। আমিও তাদের মধ্যে একজন। তাই আমার এবারের মিউজিক ভিডিওতে এই প্রিয় মানুষটিকে রেখেছি। সিয়াম খুবই আন্তরিক এবং বেশ সহযোগিতা পরায়ণ একজন শিল্পী।’ সিয়াম আহমেদ বলেন, ‘লুইপার কন্ঠে গানটি বেশ ভালো লেগেছে। মিউজিক ভিডিওতে বাংলাদেশের বর্তমান সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গানটি শুনলে এবং মিউজিক ভিডিওটি দেখলে প্রথম দেখাতেই ভালো লাগবে। উল্লেখ্য, লুইপা’র প্রথম একক অ্যালবাম ‘ছায়াবাজি’। এর সবগুলো গান রবিউল ইসলাম জীবনের লেখা এবং সুর সঙ্গীত কিশোর দাশের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।