বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহীর আদালত থেকে ইব্রাহিম (৩৫) নামে মাদকসেবী এক আসামী পালিয়ে গেছে। সে রাজশাহী নগরীর বিলশিমলা এলাকার মো. আশরাফের ছেলে। পালানোর সময় মাদকসেবী এই আসমি পুলিশের হাতকড়াটিও নিয়ে গেছে। রাজশাহী মহানগর জজ আদালতের পরিদর্শক আবুল হাসেম জানান, আসামি ইব্রাহিমের বিরুদ্ধে নগরীর দুই থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় সে এক মাসের সাজাপ্রাপ্ত। অন্য আরেকটি মাদকের মামলায় গতকাল আদালতে তার হাজিরা ছিল।
এ জন্য তাকে কারাগার থেকে নিয়ে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালত-৩ এ তোলা হয়েছিল। ওই আদালতের কাঠগড়ায় তিনজন আসামি ছিল। তাদের দায়িত্বে ছিলেন মাসুদ হোসেন নামে এক পুলিশ সদস্য। আদালতের কার্যক্রম শুরুর পর বেলা ১২টার দিকে আসামি ইব্রাহিম কাঠগড়া থেকে পালিয়ে যায়।
পরিদর্শক আবুল হাসেম জানান, কাঠগড়ায় দুই আসামিকে একসঙ্গে একটি হাতকড়া পরানো হয়েছিল। আর ইব্রাহিমকে একাই একটি হাতকড়া পরানো হয়েছিল। পুলিশ সদস্য মাসুদ অন্য দুই আসামির দিকে নজর দিলে ইব্রাহিম হাতকড়া নিয়েই দৌড় দেন। এরপর পুলিশ তার পিছু নিলেও দুপুর দেড়টা পর্যন্ত তাকে ধরা যায়নি। নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামি পালিয়ে যাওয়ার পর বিষয়টি তাকে জানানো হয়। তিনি আদালতে গিয়ে এ ব্যাপারে খোঁজখবর নিয়েছেন। আসামিকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। আদালত থেকে পালানোর অপরাধে ইব্রাহিমের বিরুদ্ধে আরেকটি মামলা করা হবে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম জানান, কীভাবে আসামি পালিয়েছে তা তদন্ত করে দেখা হবে। এ নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যর কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।