রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : উদ্বেগ-উৎকন্ঠার মধ্য দিয়ে দ্বিতীয় দফার নির্বাচনে কুষ্টিয়ার দৌলতপুরে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে তা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। আর এ ভোট নিয়ে সাধারণ ভোটাররা চরম শঙ্কিত অবস্থায় রয়েছে। উপজেলার ১৪ ইউনিয়নের ১৩৫টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে প্রশাসন। এরমধ্যে আড়িয়া ও চিলমারী ইউনিয়নের ১৮টি কেন্দ্রই অধিক গুরুত্বপূর্ন চিহ্নিত করা হয়েছে। উপজেলার মোট ভোটার ৩ লাখ ২৭ হাজার ১২৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ১৪০ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৬২ হাজার ৯৮৫ জন। ৮শ’ বুথের জন্য ১৩৫ জন প্রিজাইডিং অফিসার, ৮শ’ সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৬শ’ পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ করতে ৪ জন নির্বাহী ম্যজিষ্ট্রেট নিয়োগ করা হয়েছে। এসকল নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে বিজিবি’র ষ্ট্রাইকিং ফোর্স টহলে রয়েছে। এদিকে গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১৪ ইউনিয়নের ১৩৪ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। স্ব স্ব প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল ও কালিসহ ভোট গ্রহণের প্রয়োজনী সরঞ্জাম ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে অস্থবান নিয়েছেন। এ উপজেলায় ১৪ ইউনিয়নে ৬৮ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৫৪২ জন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ১৬৭ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচনের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌফিকুর রহমান জানান, অবাঁধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিজিবি’র টহল চলছে এবং আইন শৃংখলা পরিস্থিতিও বর্তমানে স্বাভাবিক রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।