Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছন্দে আছেন মুস্তাফিজ

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে বল হাতে ছন্দে আছেন বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু তা হলে কি হবে, দল লাহোর কালান্দার্স যে হারতেই আছে। তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি লাহোর। অপরদিকে তিন ম্যাচের সবকটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে করাচি কিংস।
পরশু রাতে করাচি কিংসের বিপক্ষে নিজের প্রথম ওভারটিই মেডেন আদায় করে নেন কাটার মাস্টার। পরের তিন ওভারে ২২ রান দিয়ে নেন ১ উইকেট। ছক্কা খাননি একটিও, তবে দুটি বাউন্ডারি হয়েছে তার বলে, ১৩ হয়েছে ডট। সতীর্থ বোলার ইয়াসির শাহ ও সুনিল নারাইনও স্পিন ভেলকি দেখিয়ে চলেছেন। এদিন দুজনেই কম খরচে নেন ২টি করে উইকেট। প্রতিপক্ষ করাচিও আটকে যায় ১৫৯ রানে। এরপর ওপেনার ও দলীয় অধিনায়ক ব্রান্ডন ম্যাককালামের ৩০ বলে ৪৪ রানের পরও এই রান টপকাতে পারেনি লাহোর। মাত্র ৬.৩ ওভারে ১ উইকেটে ৭০ রানের পর ১৮.৩ ওভারে ১৩২ রানে গুটিয়ে যায় দলটি। ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন পাকিস্তানি তারকা শহিদ আফ্রিদি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ