নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো : সিজেকেএস-কোয়ালিটি আইসক্রিম আন্তঃ স্কুল দলগত দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে ৪টি দল পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে। গতকাল জিমনেশিয়ামে তৃতীয় রাউন্ডের খেলায় মহিলা সমিতি স্কুল এ ৩-১ গেম পয়েন্টে সানোয়ারা ইসলাম বয়েজ হাই স্কুলকে, সেন্ট প্লাসিডস্্ স্কুল এন্ড কলেজ কিং ৩-১ গেম পয়েন্টে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ কুইনকে, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ রুক ৩-১ গেম পয়েন্টে শেরাশাহ কলোনী ডঃ মাজাহরুল ইসলাম স্কুল কুইনকে ও প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজ ৩.৫-০.৫ পয়েন্টে সেন্ট প্লাসিডস্্ স্কুল এন্ড কলেজ কুইনকে পরাজিত করে। বন গবেষণাগার হাই স্কুল ২-২ গেম পয়েন্টে শেরাশাহ কলোনী ডঃ মাজাহরুল ইসলাম স্কুল কিং এর সাথে ও বি, এন স্কুল এন্ড কলেজ বি ২-২ গেম পয়েন্টে আল জাবের ইন্সিটিউটের সাথে ড্র করে। আজ চতুর্থ রাউন্ডের খেলা হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে বাংলাদেশ মহিলা দাবা সমিতি গালর্স স্কুল এ, প্রেসিডেন্সি স্কুল এন্ড কলেজ এ, সেন্ট প্লাসিডস্্ স্কুল এন্ড কলেজ কিং ও ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ রুক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।