রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা : কাপ্তাই উপজেলার বিশিষ্ট সমাজসেবক বিআরডিবি চেয়ারম্যান, ওয়াগ্গা বাজার চৌধুরী ও উপজেলা আ.লীগের সহ-সভাপতি শফিউল আলম খোকন (৫৬) গতকাল সকাল ছয়টায় হার্টের সমস্যাজনিত করতে হঠাৎ চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহি...রাজিউন। মরহুমের অকাল মৃত্যুতে কাপ্তাই উপজেলায় শোকের ছায়া নেমে আসে। নিহত ব্যক্তি দীর্ঘ বছর ধরে কাপ্তাই শীলছড়ি এলাকায় বসবাস করার পাশাপাশি রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন সংগঠনের সাথে সামাজিক কর্মকান্ড জড়িত ছিলেন। মৃত্যুর সংবাদ শুনে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের লোকজন বাসায় ছুটে আসেন এবং রাঙামাটি জেলার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালকুদার, আ.লীগের জেলা ও উপজেলা অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের প্রতি শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমের বড়ছেলে ছেলে রিয়াদুল আলম রনি জানান, বাবার টাইফয়েড জনিত সমস্যার করণে রাতে হঠাৎ সমস্যা দেখা দেয়। দ্রুত মেডিক্যালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুরকালে তিনি বাবা, এক ছেলে, দুই মেয়ে, স্ত্রী, ভাইবোন ও বহু আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের নামাজের জানাজা শীলছড়ি খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় সব রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে শীলছড়ি বড় মসজিদের পাশে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।