Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্গট রবি মনে করেন তার পেশাটি গ্ল্যামারাস নয়

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভিনেত্রী মার্গট রবি তার বন্ধু-বান্ধবের পেশার তুলনায় নিজেরটিকে খুব গ্ল্যামারাস মনে করেন না।
মার্গট তার বন্ধুদের ঈর্ষা করেন যারা অফিসে কাজ করে এবং প্রতিদিন তারা সুন্দর পোশাক পরে তাদের কর্মক্ষেত্রে যায়।
“আমি অনুভব করি আমার যে বন্ধুরা অফিসে কাজ করে তাদের কাজ আমার তুলনায় অনেক গ্ল্যামারাস। তারা নিজেরাই তাদের মেক-আপ করে, আর টেইলর্ড স্কার্ট আর ব্লাউস পরে কাজে যায়। আর আমি কাজে যাই পায়জামা আর আগ বুট (পশমী লাইনিংয়ের জুতা) পরে কাজি যাই। সাধারণত আমাদের নির্মাণ এলাকায় কাজ করতে হয়। বসতে হয় মাটির ওপর প্লাস্টিকের চেয়ারে। ব্যবহার কতে হয় পোর্টেবল শৌচাগার। খেতে হয় ভাজি করা খাবার,” রবি বলেন।
“অভিনয় পেশাটিই এমন। বছরের হাতে গোনা কয়েকটি দিন শুধু ডিজাইনার ড্রেস পরে গ্ল্যামারাস হওয়া যায়,” তিনি আরও বলেন।
রবিকে সর্বশেষ দেখা গেছে মার্কিন আইস স্কেটার টনিয়া হার্ডিংয়ের জীবনী চলচ্চিত্র ‘আই,’টনিয়া’তে। এই ভূমিকার জন্য তিনি অস্কার মনোনয়ন পেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্গট রবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ