Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে গ্যাস সঙ্কট নিরসন না হলে লাগাতার কর্মসূচি -মহানগর বিএনপি

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে গ্যাস সঙ্কট অবিলম্বে নিরসন করা না হলে হরতাল অবরোধসহ লাগাতার কর্মসূচি দেয়া হবে। গতকাল (শনিবার) চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালনকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মহানগর বিএনপিসাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে নগর বিএনপির উদ্যোগে নুর আহমদ সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে নগর বিএনপিসাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন আরও বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের কথা বলে চট্টগ্রামবাসীর সাথে প্রতারণা করেছেন। চট্টগ্রাবাসীকে উন্নয়নের অন্ধকারে রেখে প্রতিটি ক্ষেত্রে বঞ্চিত করছেন। চট্টগ্রামে চাহিদা পরিমাণ গ্যাস সরবাহ না করে গ্যাস সঙ্কট সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, সরকার বারবার গ্যাসের মূল্য বৃদ্ধি করছে। কিন্তু জনগণকে চাহিদা মাফিক গ্যাস সরবরাহ দিতে পারছে না। চট্টগ্রামে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না হওয়ায় শিল্পনগরী চট্টগ্রামে অনেক শিল্প কারখানা বন্ধ হওয়ার পথে। ঘরে ঘরে গ্যাস না থাকায় চট্টগ্রামবাসী আজ চরম দুর্ভোগে পড়েছে। অথচ চট্টগ্রাম থেকে সরকার সর্বোচ্চ রাজস্ব সংগ্রহ করে। চট্টগ্রামের উন্নয়নের নামে যে হরিলুট চলছে এই লুটপাটের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। মানববন্ধন শেষে আগামীকাল (সোমবার) বেলা ১১টায় নগরীর ষোলশহরস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিশন কোম্পানী লিমিটেডে বিএনপির পক্ষ থেকে স্বারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শিশু বিষয়ক সম্পাদক রোজী কবির, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী, এস এম সাইফুল আলম, আনু মোহাম্মদ শামীম, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, মনোয়ারা বেগম মনি, শামসুল আলম প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে গ্যাস সঙ্কট নিরসন না হলে লাগাতার কর্মসূচি -মহানগর বিএনপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ