Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়াল ম্যাচে নেই নেইমার!

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ লিগ ওয়ানে ঘরের মাঠে নগর প্রতিদ্ব›িদ্ব ও পয়েন্ট তালিকার তিন নম্বর দল মার্শেইকে ৩-০ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এরপরও মন ভালো নেই প্যারিসবাসীর। তাদের প্রিয় তারকাকে যে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারের সাহায্যে!
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মাঠে ৩-১ গোলে হারের ক্ষত এখনো শুকায়নি পিএসজির। আর ৯ দিন পরেই (পড়–ন ৬ দিন পর) ফিরতি লেগের সেই মহারণ। প্যারিসবাসীর বিশ্বাস ঘরের মাঠে ঠিকই ঘুরে দাঁড়িয়ে বদলা নেবেন নেইমার। কিন্তু এর আগেই পিএসজি শিবির থেকে এমন খবর! গোড়ালি মচকে যাওয়ায় মার্শেই ম্যাচের শেষ ১১ মিনিট আগে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন নেইমার! রিয়াল মহারণের আগে যা নেইমার বা পিএসজি ভক্তদের জন্য মহাদুঃসংবাদই বটে!
তবে রিয়াল ম্যাচে নেইমারকে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যাক্ত করেছেন কোচ উনাই এমিরি। এমনকি ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, ‘আশা করছি এটা তেমন ভয়ানক কিছু নয়, তবে এখন আমরা স্ক্যানের জন্য অপেক্ষা করছি।’ পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘আমরা প্রথম পরীক্ষা সম্পন্ন করেছি, দেখা যাচ্ছে সেখানে মচকে গেছে। তবে আমরা আরো ডাক্তারি পরীক্ষার মধ্যে দিয়ে যাব। আশা করছি রিয়াল ম্যাচে তাকে দলে পাব।’ কিন্তু অবস্থাদৃষ্টে মনে হচ্ছে না সেটা সম্ভব। গতকাল ইনস্টাগ্রামে ব্যান্ডেজ করা নিজের পায়ের ছবি প্রকাশ করেছেন নেইমার। ক্যাপশনে লেখা ছিল ‘আজকের মত শেষ’।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে নেইমারের ইনজুরি যেন নৈমেত্তিক ব্যাপার। একই কারণে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে ছিলেন না ব্রাজিলিয়ান তারকা। এবার শুধু রিয়াল ম্যাচ নয় এর আগে ফ্রেঞ্চ কাপে এই মার্শেইয়ের বিপক্ষে ও লিগ ওয়ানে ট্রায়োসের বিপক্ষেও অনিশ্চিত নেইমার।
নেইমার মাঠ ছাড়ার পর দশ জন খেলোয়াড় নিয়েই ম্যাচ শেষ করে পিএসজি। প্রথমার্ধে কিলিয়ান এমবাপে ও মার্শেইয়ের পর্তুগিজ ডিফেন্ডার রোলানদোর আত্মঘাতি গোলে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। বিরতির দশ মিনিট পর ব্যবধান আরো বাড়ান দলের উরুগুয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি।
লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা মোনাকোর চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে পিএসজি। আগামী ৬ মার্চ মহাগুরুত্বপূর্ণ সেই মহারণে রিয়ালকে আতিথ্য দেবে তারা। গেল আগস্টে বার্সেলোনা থেকে রেকর্ড ২০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেয়ার পর ৩০ ম্যাচে ২৯ গোল করেছেন নেইমার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ