প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : তিন বছর পর আবারও অডিও অ্যালবামের গানে একসঙ্গে কণ্ঠ দিলেন জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী ইমরান ও ন্যানসি। ‘তুমি করে বলতে পারি’ শিরোনামের গানটি লিখেছেন ¯েœহাশীষ ঘোষ। সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার। গানটি পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হতে যাওয়া ‘আমরা আমরা-৩’ শিরোনামের একটি অ্যালবামে থাকবে। এ প্রসঙ্গে ন্যানসি বলেন, গানের কথাগুলো একটু অন্যরকম। অনেক মজা করে গেয়েছি গানটি। আর ইমরানের সঙ্গে সম্প্রতি বেশ কয়েকটি প্লে-ব্যাকে গাইলেও দীর্ঘদিন কোনো অডিও অ্যালবামে গান করা হয়নি। তবে নতুন এই গানটির ব্যাপারে আমি খুবই আশাবাদী। ইমরান বলেন, একটু ভিন্নধর্মী কথার গান এটি। আমার কাছে খুব ভালো লেগেছে। বন্ধু অয়ন চাকলাদারও ভালো সুর করেছে। দীর্ঘদিন পর ন্যানসি আপুর সঙ্গে অডিওতে গাওয়া এই গানটি শ্রোতারা গ্রহণ করবে বলে আমার বিশ্বাস'। উল্লেখ্য, গত পয়লা বৈশাখে প্রকাশিত হয় ‘আমরা আমরা’ শিরোনামের অ্যালবাম। এরপর গত কোরবানি ঈদে প্রকাশিত হয় ‘আমরা আমরা-২’। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হতে যাচ্ছে ‘আমরা আমরা-৩’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।