বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর বিমানবন্দর সড়কে মর্মান্তিক এক দুর্ঘটনায় নৌবাহিনীর এক সদস্য মারা গেছেন। নিহত আরমান সিদ্দিকী (৩৩) নৌ বাহিনীর লিডিং সিম্যান পদে কমর্রত ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী। বাসা নগরীর বিমানবন্দর এলাকার সিভিল এভিয়েশন আবাসিক এলাকার পাশে। গতকাল (রোববার) সকালে কন্টেইনার ট্রেলারের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নৌবাহিনীর এ সদস্য মারা যান। পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভূইয়া বলেন, তিনি বাসা থেকে মোটরসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ড্রাইডকের দ্বিতীয় গেইটের সামনে আসলে ট্রেলারের ধাক্কায় মোটরসাইকেলসহ তিনি ছিটকে পড়েন। এসময় ট্রেলারে থাকা একটি কন্টেইনার তার উপর গিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেলার থেকে কন্টেইনার পড়ে যাওয়ার ঘটনায় ট্রেলার চালকের অবহেলা বলে মনে করছে পুলিশ। কারণ ট্রেলারের সাথে কন্টেইনারটি আটকানো ছিলনা। দুর্ঘটনার পর ট্রেলারটি রেখে পালিয়ে যায় চালক। এদিকে সীতাকুÐে মাথায় ইঁট পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইসমাইলের (৭০) বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার জয়রামপুর গ্রামে। গতকাল সকালে সীতাকুÐ উপজেলার বড় কুমিরায় কেএসআরএম কারখানায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কেএসআরএমের কারখানায় কাজ করার সময় মাথায় ইঁট পড়লে ইসমাইল গুরুতর আহত হন। বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।