বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আধারে শ্যামাপদ রায় ওরফে রাসু নামে এক ব্যবসায়ীর একটি টাটা কোম্পানির ট্রাক চুরি করে নিয়ে গেছে চোরের দল। শনিবার রাতে উপজেলার সোহাগপাড়া বাজারে অবস্থিত আমেনা রাইস মিল থেকে ট্রাকটি চুরি হয়।
শ্যামপদ রায় ওরফে রাসু মির্জাপুর পৌর এলাকর বাওয়ার কুমারজানী গ্রামের উদ্ভব রায়ের ছেলে। এঘটনায় রবিবার সকালে শ্যামপদ রায় ওরফে রাসু মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোহাগপাড়া বাজারের আমেনা রাইস মিলের মালিক শ্যামাপদ রায় ওরফে রাসুর টাটা ট্রাক যার নাম্বার যশোর ট-০২-০১০৮, ইঞ্জিন নাম্বার 6/7 D 21 BUQ 1049, চেচিস নাম্বার 36407355 R-10252, প্রতিদিনের ন্যায় শনিবার রাত আটটার দিকে রাইস মিল সংলগ্ন রাস্তায় রেখে চালক ঘুমাতে যায়। রবিবার সকালে উঠে দেখেন ট্রাকটি সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে রাসু রায় সকালে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার দত্ত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন চুরি হওয়া ট্রাক উদ্ধারে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।