Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ বছর পর জিম্বাবুয়ে দলে জুওয়াও

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ঘরের মাঠের এই বাছাইপর্বের দলে দীর্ঘ প্রায় ১০ বছর পরে ডাক পেয়েছেন অল-রাউন্ডার চিপাস জুওয়াও। এছাড়াও দলে ডাকা হয়েছে অভিজ্ঞ স্পিনার সিন উইলিয়ামসকে। আগামী ৪-২৫ মার্চ বুলাওয়ে ও হারারেতে বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
যদিও প্রাথমিক স্কোয়াডে এই দু’জনের কেউই ছিলেন না। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত শারজাহ সফরের পরে রায়ান বার্ল ও তারিসাই মাসাকান্ডার স্থানে উইলিয়ামস ও জুওয়াওকে অন্তর্ভূক্ত করা হয়। শারজাহতে জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের কাছে ১-৪ ব্যবধানে পরাজিত হয়েছে।
বাঁহাতি স্পিনার ও মিডল অর্ডার ব্যাটসম্যান উইলিয়মাস ২০১৭ সালের জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে হাম্বানটোটায় সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। ২০০৫ সালের ফেব্রæয়ারিতে অভিষিক্ত উইলিয়ামস এ পর্যন্ত ১১১টি ওয়ানডেতে ২৪৯৭ রান করা ছাড়াও ৫২টি উইকেট দখল করেছেন।
অন্যদিকে বাঁ-হাতি ওপেনার জুওয়াও প্রায় ১০ বছর আগে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন। ২০০৮ সালের অক্টোবরে নাইরোবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে জুওয়াও একমাত্র ওয়ানডে ম্যাচটি খেলেছিলেন। ঐ ম্যাচে ২০ বলে তিনটি বাউন্ডারি সহ তার ব্যাট থেকে এসেছিল ১৬ রান।
বিশ্বকাপ বাছাইপর্বে গ্রæপ-বি’তে জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তান, নেপাল, স্কটল্যান্ড ও হংকং। আগামী ৪ মার্চ কুইন্স স্পোর্টস ক্লাবে নেপালের বিপক্ষে বাছাইপর্বের মিশন শুরু করবে স্বাগতিক জিম্বাবুয়ে।
স্কোয়াড : গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), টেন্ডাই চাতারা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ এরভিন, কাইল জারভিস, হ্যামিল্টন মাসাকাদজা, সলোমোন মায়ার, পিটার মুর, বেøসিং মুজারাবানি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর, ব্রায়ান ভিটোরি, ম্যালকম ওয়ালার, সিন উইলিয়ামস ও চিপাস জুওয়াও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ