Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ল²ীপুরে প্রথম বিভাগ ক্রিকেট লিগ

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুরে মাসব্যাপী সেলিনা শহীদ ফাউন্ডেশন প্রথম বিভাগ ক্রিকেট লিগ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে স্থানীয় স্টেডিয়াম মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির আহবায়ক আহসানুল কবির রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সেলিনা শহীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম পাপুল সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সেলিনা শহীদ ফাউন্ডেশনের এম ডি সেলিনা ইসলাম প্রমুখ। আয়োজকরা জানান, আগামী ২ই মার্চ থেকে খেলা শুরু হবে। ক্রিকেট লীগে জেলার ৮টি ক্লাব অংশ গ্রহণের কথা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ