Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিজেকেএস স্কুল দাবা

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : ২৫টি স্কুলের অংশগ্রহণের মধ্যদিয়ে আজ থেকে জিমন্যাশিয়ামে শুরু হচ্ছে সিজেকেএস-কোয়ালিটি আন্ত: স্কুল দাবা প্রতিযোগিতা। সিটি মেয়র ও সিজেকেএস-এর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সিজেকেএস-এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম। চার দিনব্যাপী এ প্রতিযোগিতা ৫ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি স্কুলের ৪ জন নিয়মিত খেলবে এবং ২ জন খেলোয়াড় অতিরিক্ত থাকবে। প্রত্যেক স্কুল থেকে সর্বোচ্চ ৩টি দল অংশগ্রহণ করতে পারবে। এ প্রতিযোগিতা সম্পন্ন করতে ২ লাখ ৭৪ হাজার টাকার বাজেট নেয়া হয়েছে। তার মধ্যে স্পন্সর প্রতিষ্ঠান কোয়ালিটি আইসক্রীমের ব্যবস্থাপনা পরিচালক ও দাবা কমিটির চেয়ারম্যান জাহেদুল ইসলাম দুই লাখ টাকা দিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ