Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশে ৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ৫০ বিশ্বখ্যাত ব্র্যান্ড চালুর পরিকল্পনা

প্রথম ‘আন্তর্জাতিক ফ্রাঞ্চাইজ এবং রিটেইল এক্সপো ২০১৮’

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সিঙ্গাপুরভিত্তিক ফ্রাঞ্চাইজি সলিউশনস কোম্পানি ফ্র্যান গ্লোবাল দেশী এবং বিশ্বখ্যাত ব্র্যান্ড নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে । গতকাল শনিবার হোটেল ওয়েস্টিনে হয়ে গেল বাংলাদেশের প্রথম ‘আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি এবং রিটেইল এক্সপো ২০১৮’। এতে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। এছাড়াও অতিথি ছিলেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সেলিমা আহমেদ, এসএমই ফাউন্ডেশনের পরিচালক মির্জা নুরুল গনি শোভন, মুন্নু হোমের ডিএমডি রাশেদ মায়মুনুল ইসলাম, ফ্র্যানগেøাবালের চেয়ারম্যান গৌরব মারইয়া। ১০০ এর বেশি আন্তর্জাতিক এবং স্থানীয় ব্রান্ড নিয়ে এটিই দেশের প্রথম আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজ এবং রিটেইল এক্সপো। এর মূল আয়োজক হিসেবে ফ্র্যানগেøাবাল বিভিন্ন দেশে ব্যবসা শুরু এবং স¤প্রসারণের জন্য বৈচিত্র্যময় বিভিন্ন বৈশ্বিক কোম্পানিগুলির সঙ্গে অংশীদারিত্ব করা জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে বিভিন্ন দেশে তাদের ৬ টি আন্তর্জাতিক অফিস নিয়ে ফ্র্যানগেøাবাল কোম্পানিগুলোর পক্ষে লাভজনকভাবে অংশীদার হিসেবে কাজ করে। আয়োজনের মূল স্পন্সর হিসেবে ছিল মুন্নু হোম। দিনব্যাপী এই এক্সপো তে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ভারত থেকে বিভিন্ন ব্র্যান্ড অংশগ্রহণ করে যাদের মধ্যে উল্লেযোগ্য ব্র্যান্ড ছিল এফঅ্যান্ডবি, রিটেইল, ই-কমার্স এবং শিক্ষা খাতের থেকে। স্থানীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দ্বারা নলেজ শেয়ারিং সেশনগুলি তাদের ফ্র্যাঞ্চাইজির সুযোগগুলি প্রদর্শন করে। ফ্র্যানগেøাবালের চেয়ারম্যান গৌরব মারইয়া বলেন, পিডবিøউসি অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের দ্রæতগতিশীল অর্থনীতির মধ্যে দাড়াবে। বাংলাদেশে হাজার হাজার ব্যবসা-বাণিজ্য হচ্ছে এবং দক্ষিণ এশিয়ার মধ্যে বহুজাতিক কোম্পানিগুলোর সর্বাধিক ঘনত্বের দেশ হিসাবে আবির্ভূত হচ্ছে। যদিও খুব কম সংখক বাংলাদেশী স্থানীয় ব্রান্ড রয়েছে যারা তাদের ব্যবসা বাড়িয়ে বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি হতে চায়। সামনে সংখ্যাটা আরও বাড়বে বলে আমাদের বিশ্বাস। তিনি বলেন, আমরা আগামী ২ বছরে বাংলাদেশে ৫০ টিরও বেশি ব্রান্ডের ফ্রাঞ্চাইজি নিয়ে আসতে চাই এবং সঙ্গে ৩৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ সম্ভব চাই। যা বাংলাদেশ বাজারে ২৫০০ নতুন চাকরি তৈরি করবে বলে আশা করছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ