Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চ্যানেল নাইনের প্রথম ডেউলি সোপ বহে সমান্তরাল

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চ্যানেল নাইনে গত ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক বহে সমান্তরাল। নাটকটির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ শ্যামল ভাদুড়ী। পি-আর প্রোডাকশন প্রযোজিত ধারাবাহিক নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন শ্যামল ভাদুড়ী ও তুষার খান। নাটকটি সপ্তাহে তিন দিন ধারাবাহিক নাটক হিসেবে প্রচারিত হচ্ছিল। তবে অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পাওয়ায় চ্যানেল কর্তৃপক্ষ এটাকে ডেইলি সোপ হিসেবে প্রচারের সিদ্ধান্ত নেয়। নাটকটি ডেইলীসোপ হিসেবে প্রতি শনি থেকে বৃহ¯পতিবার সপ্তাহে ৬ দিন রাত ৮টা ৪০মিনিটে প্রচার হচ্ছে। শ্যামল ভাদুড়ী বলেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওনা। এত অল্প সময় দর্শকপ্রিয়তা পাওয়া এবং চ্যানেল কর্তৃপক্ষ ও বিজ্ঞাপনী সংস্থাগুলোর সাপোর্টের জন্য এটা ধারাবাহিক থেকে ডেইলীসোপে রূপান্তরিত হয়েছে। আমি মনে করি, এখানে দায়িত্ববোধ আরো অনেকটা বেড়ে গেল। আপ্রাণ চেষ্টা করবো জনপ্রিয়তার কথা মাথা রেখে গল্পের ধারাবাহিকতা বজায় রাখতে। আশা করছি, দর্শকরা আরো ভালো কিছু দেখতে পাবেন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান, নাদিয়া আহমেদ, শিশির, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, নাফিসা চৌধুরী নাফা, শেলী আহসান, সমাপ্তি, লীনা আহমেদ, আফরি সেলিনা আফরি, শেখ মাহবুবুর রহমান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ