বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা গাজীরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুক্রবার সহ¯্রাধিক রুগীকে বিনামূল্যে ছানি অপারেশন সহ চক্ষু চিকিৎসা ও গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ড্রেস বিতরন করা হয়েছে। ওই দিন সকাল ১১ টায় একই ইউনিয়নে নব প্রতিষ্ঠিত ‘চরসুলতানপুর ভকেশনাল স্কুল ও বি.এম. কলেজ’ মাঠে উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফরিদপুরের ‘আনোয়ারা-হামিদা আই হসপিটালের’ সহযোগীতায় বিনামূল্যে চক্ষু শিবির সহ স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও ড্রেস বিতরন করা হয়।
এ চক্ষু শিবির ও ব্যাগ ড্রেস বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত ভকেশনাল কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল বাসার বেগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। জেলা এনএসআই’র সহঃ পরিচালক মোঃ শহীদুল্লাহ, দন্ত রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বাপ্পী বেগ, নাক-কান বিশেষজ্ঞ ডাঃ ইউনুচ ও চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আজম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ চক্ষু শিবির ও ব্যাগ ড্রেস বিতরন অনুষ্ঠানের সার্বিক তত্তাবধান করেন আনোয়ারা-মান্নান বেগ ফাউন্ডেশনের চেয়ারম্যান চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মহসিন বেগ। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলার গাজীরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়কুব আলী, ফাউন্ডেশন পরিচারক ইলিয়াছ বেগ নান্নু, কলেজের ভাইস প্রিন্সিপাল,ইব্রাহিম হোসাইন, শিক্ষক আজাদ আবুল কালাম ও শিক্ষানুরাগী এস.এম. লুৎফর রহমান প্রমূখ। জানা যায়, ওই দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার সাতটি উচ্চ বিদ্যালয়ের ১শ’ গরিব ও মেধাবী ছাত্রছাত্রীর মাঝে স্কুল ব্যাগ ও আরও ১শ’ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরন করা হয়। একই কলেজ মাঠে এক হাজার ৩শ’ ৪৫ জন চোখ, কান ও নাকের রুগীর বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া বিনামূল্যে আড়াইশো দুস্থ ছানি রুগীর চোখ অপারেশনের মাধ্যমে লেন্স লাগানোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে উক্ত ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।