Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪ মার্চ লক্ষীপুর প্রেসক্লাব নির্বাচন : জেলা প্রশাসনকে অভিনন্দন

সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

লক্ষীপুর জেলা সংবাদদাতা : আগামী ৪ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষীপুর প্রেস ক্লাব নির্বাচন। মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি আদেশের আলোকে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। লক্ষীপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেমা তুজ জোহরা উপমার স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে। এদিকে নির্বাচনের তফসিল ঘোষনার পর স্থানীয় সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালসহ প্রশাসনকে অভিনন্দন জানিয়েছে সাংবাদিক সমাজ।
জানা যায়, বিভিন্ন প্রেক্ষিতে লক্ষীপুর প্রেসক্লাবের নির্বাচনী জটিলতা দেখা দেয়। পরে প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল বাদী হয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন (৫০৬/২০১৮) দাখিল করেন। বিজ্ঞ হাইকোর্ট রিট পিটিশনটির শুনানী শেষে ল²ীপুর জেলা প্রশাসনকে বিষয়টি সুরাহ করার জন্য আদেশ দেন। এর প্রেক্ষিতে লক্ষীপুর জেলা প্রশাসকের জেএম শাখার  ০০.০০.৫১০০.০১৪.৫৫.০১২.১৮-২৪৯ নং স্মারকের নির্দেশনা অনুযায়ী ল²ীপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন নির্বাচনের উদ্দেশ্যে তফসিল ঘোষণা করেন।  একই সঙ্গে হাইকোর্ট বিভাগ থেকে প্রাপ্ত ৭২ সদস্য বিশিষ্ট লক্ষীপুর প্রেসক্লাবের এর চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, আগামী ২৫ ফ্রেব্রæয়ারী মধ্যে রিটানিং অফিসারের নিকট প্রেস ক্লাব নির্বাচনের মনোনায়ন দাখিলের করতে হবে। পরদিন ২৬ ফেব্রæয়ারী মনোনায়নপত্র বাছাইয়ের এবং ২৮ ফেব্রæয়ারি প্রার্থিতা প্রত্যাহার ও আগামী ৪ মার্চ প্রেস ক্লাব নির্বাচনের দিন ধার্য করা হয়।  
এতে করে দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে লক্ষীপুর প্রেসক্লাবের  নির্বাচন অনুষ্ঠান নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সাংবাদিকরা জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক কর্মকর্তাকে অভিনন্দন ও সাধুবাদ জানান।
সাংবাদিকরা মনে করেন, প্রতিনিধিত্ব করা নিজ নিজ পত্রিকা ও টেলিভিশনে জেলার উন্নয়ন, সম্ভাবনা, সমস্যা, দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে সংবাদ প্রকাশ করার মাধ্যমে সরকারকে সহযোগিতা করছে সাংবাদিকরা। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নসহ তাদের অধিকার আদায়ে সংঘবদ্ধ থাকার একমাত্র প্রতিষ্ঠান প্রেসক্লাব আবারো চাঙ্গা হতে যাচ্ছে এমন সংবাদে এখন আনন্দে উচ্ছাসিত সকল সাংবাদিক।
এমন পরিস্থিতিতে একটি স্বার্থন্বেষী মহল নির্বাচনকে বানচাল করতে অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তাদের কারো কারো বিরুদ্ধে ভূমি দস্যুতা, হাউজিংয়ের নামে কোটি টাকা আত্মসাৎ, অর্থ কেলেঙ্কারীসহ বিদেশ নেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে। এদের মধ্যে সাবেক ছাত্র শিবিরের ক্যাডারও আছেন বলে জানা যায়।  ছাত্রলীগ ও আওয়ামীলীগ নেতাদের ভুল বুঝিয়ে দলীয় প্যাড নিয়ে ছাত্রলীগ ও আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন মর্মে চাকুরী পাওয়ার অভিযোগ উঠেছে কারো কারো বিরুদ্ধে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রেসক্লাব

১৪ ফেব্রুয়ারি, ২০২২
১৬ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ