Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চূড়ান্ত দলে নেই রানা-পিন্টু-মিমো

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : আসন্ন এশিয়ান গেমস হকির বাছাই পর্বের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। ১৮ সদস্যের এই দলে নেই সর্বশেষ এশিয়া কাপ খেলা কামরুজামান রানা, ইমরান হাসান পিন্টু ও পুস্কর ক্ষিসা মিমো। তবে ফিরেছেন মোহাম্মদ ফজলে হোসেন রাব্বি ও সোহানুর রহমান সবুজ। দলে একমাত্র নতুন মুখ ফরোয়ার্ড দ্বীন ইসলাম ইমন।
জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসকে সামনে রেখে আগামী ৮ থেকে ১৭ মার্চ পর্যন্ত ওমানে অনুষ্ঠিত হবে হকির বাছাই পর্বের খেলা। এতে অংশ নিতে ৬ মার্চ ওমান যাবে জাতীয় হকি দল। তবে টুর্নামেন্টে খেলার আগে কাজাখস্তান কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জিমি বাহিনীর। ৮ মার্চ বাছাইপর্ব শুরু হলেও বাংলাদেশ প্রথম মাঠে নামবে পরের দিন আফগানিস্তানের বিপক্ষে। ১০ মার্চ দ্বিতীয় ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ থাইল্যান্ড, ১২ মার্চ হংকং এবং ১৩ মার্চ গ্রæপের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাছাই পর্বের জন্য ফিটনেসকে গুরুত্ব দিয়েই দল গড়েছেন জাতীয় দলের কোচ মাহবুব হারুন, ‘বাছাই পর্ব থেকে ৫ দল চূড়ান্ত পর্বে যাবে। এর মধ্যে বাংলাদেশ অবশ্যই থাকবে। তাই তিনজন নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছি, তারা কেমন করে দেখতে চাই। এই টুর্নামেন্টে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ রয়েছে বলেই সিনিয়র অনেককেই বিশ্রাম দেয়া হয়েছে।’ এই মাহবুব হারুনের অধীনেই গেল অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত দশম এশিয়া কাপে চীনকে হারিয়ে আট দলের মধ্যে ষষ্ঠস্থান পায় বাংলাদেশ।
এশিয়ান গেমসের মূল পর্বে আগ থেকেই মনোনীত হওয়া দক্ষিণ কোরিয়া, ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া ও চীনের সঙ্গে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া। এই ৭ দলের সঙ্গে ওমানে বাছাইপর্বের শীর্ষ পাঁচ দলসহ মোট ১২ দলের অংশগ্রহনে আগামী ১৮ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস হকির মূল পর্ব।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ