বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : বন্দরে মেরিন টেকনোলজির ছাত্রকে অপহরণ করে ৩ ঘণ্টা আটকে রেখে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ মেরিন টেকনোলজির অপর ২ ছাত্রকে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে পুলিশ ২ ছাত্রকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো হাবিবুর রহমান মিলন (২১) ও শুভনাথ দেব (২০)। জানা গেছে, আটক ২ অপহরণকারী মেরিন টেকনোলজির পিয়াল মাহমুদ নামে এক ছাত্রকে বন্দর খেয়াঘাট এলাকা থেকে অপহরণ করে রূপালী আবাসিক এলাকায় আটকে রেখে টাকা ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে পুলিশ অপহরণকারী ছাত্রদের কাছ থেকে ছাত্র পিয়ালকে উদ্ধার ও অপহরণকারী ২ ছাত্রকে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত হাবিবুর রহমান মিলন টাঙ্গাইল জেলার মধুপুর থানার পিসনাইল পাল এলাকার জুরান মিয়ার ছেলে ও শুভনাথ দেব একই জেলার গোপালপুর থানার দড়িশাহ এলাকার হারাধন চন্দ্র দেবের ছেলে। অপহরণের শিকার ছাত্র পিয়াল মাহমুদ টাঙ্গাইল জেলার ধনবাড়ি থানার টাকুরিয়া এলাকার নজরুল মিয়ার ছেলে। সে নারায়ণগঞ্জ থেকে গত শুক্রবার রাতে নদীপাড় হয়ে তার বাড়া বাসায় আসার পথে অপহরণকারী ছাত্র মিলন ও শুভ রাতে অপহরণ করে রূপালী আবাসিক এলাকার ইব্রাহিম মিয়ার বাসা বাড়িতে নিয়ে আটক রাখে। গতকাল শনিবার পুলিশ তাদের আদালতে প্রেরণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।