Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রীপুরে শিশুকে ধর্ষণের পর হত্যা

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা: পৃথিবীর আলো বাতাসের সংস্পর্শে এসেছে ছয় বছর হলো। ভাগ্যের নির্মম পরিহাসে সমাজের সুবিধার বাহিরে বেড়ে উঠছিল শিশুটি। লোভ-লালসার উর্ধ্বে ছিল তার পথ চলা। ছোট্ট এ বয়সেই জায়গা হয়েছিল পথ শিশুদের তালিকায়। তারপরও জীবনের নিরাপত্তা পায়নি শিশুটি। এলাকার বখাটে কিশোরের হাতে নির্মম যৌনহয়রানীর শিকার হয়ে প্রাণ দিতে হলো শিশুটিকে। শিশুটির কাঁটা ছেঁড়া করা নিথর দেহ আবারও জানিয়ে দিয়ে গেল আমরা হয়তো সামাজিক নৈতিক অবক্ষয়ের শিকার। গত বৃহস্পতিবার রাতে এমন একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে মাদরাসা পড়–য়া ছাত্র পারভেজকে (১১) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শিশুটির বাবাও হতদরিদ্র পরিবারের। অভাবের তাড়নায় টিকতে না পেরে নেত্রকোনার বারহাট্টা উপজেলার একটি গ্রাম থেকে শ্রীপুরের আবদার গ্রামে পুরো পরিবার নিয়ে একটি বাড়িতে ভাড়া থাকত। একই সাথে এলাকা ঘুরে ঘুরে পরিত্যক্ত বিভিন্ন মালামাল সংগ্রহ করত। এ থেকে যা আয় হতো তা দিয়ে কোনোমতে দিন চলত। দুই ভাইয়ের সাথে একমাত্র বোনটি ছিল শিশুটি। শিশুটিও বাবাকে সাহায্য করার জন্য ছয় বছর বয়সেই এলাকা ঘুরে বিভিন্ন জায়গায় ফেলে রাখা পরিত্যক্ত মালামাল সংগ্রহের কাজ করত। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে মা এখন পাগলপ্রায়। গতকাল শুক্রবার সকালে মেয়েটির বাড়িতে গিয়ে দেখা যায় কিছুক্ষণ পর পর চেতনা হারিয়ে ফেলছেন মা। চেতনা ফিরে আসলে মায়ের গগণবিদারী আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু ধর্ষণ

২৫ নভেম্বর, ২০২১
১৮ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ