বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা ঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের মধুবর্ণি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণী ছাত্রী মাজেদা (১৪) শহীদ মিনারে ফুল দিতে না পেরে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। মাজেদা উপজেলার ময়না ইউনিয়নের মুড়াইল গ্রামের মুনিরুজ্জামানের মেয়ে। থানা সূত্রে জানা যায়, একুশে ফেব্রæয়ারীর দিন সকালে মাজেদা শহীদ মিনারে ফুল দিতে আসতে চাইলে তার বাবা তাকে নিষেধ করে। পরে অভিমানে দুপুরে ঘরে থাকা কীটনাশক খেলে গুরুতর অসুস্থ্য হয়ে পড়ে। তাৎক্ষনিক ভাবে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মাজেদাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথিমধ্যে তার মৃত্যু হয়। মাজেদার মৃত্যুতে তার পরিবার ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিকেলে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। গত বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মধুবর্ণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিচুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় মাজেদার বাবা মনিরুজ্জামান বাদি হয়ে থানায় ইউডি মামলা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।