Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিব্বতে মঠে অগ্নিসংযোগের বিষয়টি নাকচ করল চীন

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : তিব্বতে বৌদ্ধদের সবচেয়ে পবিত্র মঠে সা¤প্রতিক অগ্নিকান্ডের পেছনে অগ্নিসংযোগের বিষয়টি নাকচ করে দিয়েছে চীনা কর্তৃপক্ষ। গতবাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। এই অগ্নিকাÐের ঘটনায় বুদ্ধের গুরুত্বপূর্ণ একটি মূর্তি ‘অক্ষত’ রয়েছে। কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩শ’ বছরের বেশি পুরনো জোখাং টেম্পলে শনিবারের অগ্নিকাÐের ঘটনাটি আড়াল করার চেষ্টা চালায়। এতে তাদের বিরুদ্ধে ঘটনাটি ধামাচাপা দেয়ার অভিযোগের প্রেক্ষিতে এই প্রথম রাষ্ট্রীয় গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ করা হলো। বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভবনটির তৃতীয় তলায় অগ্নিকাÐের সূত্রপাত ঘটে। তবে খুব দ্রæত আগুন নিভিয়ে ফেলা হয়। এতে আরো বলা হয়, অগ্নিকান্ডে ভবনের স্বর্ণখচিত ছাদের ক্ষতি হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং মঠটি জনসাধারণের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ জোখাং মঠ ওল্ড লাসার প্রাণকেন্দ্রে অবস্থিত। এএফপি, সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ