Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রুডোর সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বৈঠক

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। সফর শুরুর আগে কানাডার সংবাদমাধ্যম সিটিভি জানিয়েছিল ট্রুডোর মন্ত্রীসভার সদস্যদের বিরুদ্ধে খালিস্তান আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলা অমরিন্দরের সঙ্গে দুটি কর্মসূচিতে অংশ নিলেও কোনও বৈঠক করবেন না ট্রুডো। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বুধবার ওই দুই নেতার বৈঠকে কোনও বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সমর্থন না দেওয়ার কথা পুর্নব্যক্ত করেছেন ট্রুডো। ১৭ ফেব্রæয়ারি সন্ধ্যায় এক সপ্তাহের সফরে ভারতে পৌঁছান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সফর শুরুর আগে টুইট বার্তায় ট্রুডো বলেন ‘অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ়’ করাই সফরের লক্ষ্য। তবে সফরজুড়েই আলোচনায় আসছে শিখ স¤প্রদায়ের স্বাধীন রাষ্ট্র দাবির আন্দোলন। পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চল নিয়ে খালিস্তান নামে স্বাধীন রাষ্ট্রের দাবি করে তাকে এই স¤প্রদায়। স¤প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ অভিযোগ তোলেন, ট্রুডোর মন্ত্রীসভার কয়েকজন সদস্য ওই আন্দোলনে সমর্থন দেন। আর এই প্রেক্ষাপটেই সিটিভি নিউজ জানায় অমরিন্দরের সঙ্গে বৈঠক করবেন না ট্রুডো। বুধবার কানাডার প্রধানমন্ত্রী শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণ মন্দির পরিদর্শনের যান। রয়টার্স জানিয়েছে, স্বর্ণ মন্দির পরিদর্শন শেষে অমরিন্দরের সঙ্গে বৈঠক করেন ট্রুডো। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অমরিন্দর সিংহ। তিনি বলেন, ‘কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমি খুশি। খালিস্তান ইস্যুটি তুলেছিলাম কারন সেটাই আমাদের প্রথম ইস্যু ছিল।’ সিটিভি, রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ