মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শ্রীলঙ্কায় একটি যাত্রীবাহী বাসে বিস্ফোরণে ১২ সামরিক ব্যক্তিসহ ১৯ জন আহত হয়েছেন। গত বুধবার উত্তরাঞ্চলীয় জাফনা উপদ্বীপ থেকে কেন্দ্রাঞ্চলীয় শহর দিয়াথালাওয়া যাওয়ার পথে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সামরিক বাহিনীর মুখপাত্র সুমিথ আতাপাত্তু বলেছেন, ‘একটি যাত্রীবাহী বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাসটির কাঠামোর কিছুটা ক্ষতি হয়েছে। এটি একটি বোমার বিস্ফোরণ বলে সন্দেহ করছি আমরা। বিস্তারিত খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।’ তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে সাত বেসামরিক, সাত সেনাসদস্য ও বিমান বাহিনীর পাঁচ সদস্য রয়েছে। বিস্ফোরণের পর বাসটিতে আগুন ধরে গেলে তারা আহত হন। ২৬ বছর ধরে চলা শ্রীলঙ্কার গৃহযুদ্ধ ২০০৯ সালে শেষ হয়। এর পর থেকে সামরিক বাহিনীর ওপর কোনো হামলা হয়নি। ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটির দূর উত্তরাঞ্চলে সংখ্যালঘু তামিলদের জন্য পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র বিদ্রোহ শুরু করেছিল টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)। ২০০৯ সালের মে মাসে চূড়ান্তভাবে পরাজিত হয় বিদ্রোহী গোষ্ঠীটি। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।