Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

মন্টিনিগ্রোতে মার্কিন দূতাবাস ভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মন্টিনিগ্রোর রাজধানী পোডগোরিকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ভবন লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে অজ্ঞাত এক ব্যক্তি, এরপর আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছে ওই হামলাকারী। গত বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পোডগোরিকার গণমাধ্যম। স্থানীয় বাসিন্দারা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে ওয়েব পোর্টাল ডবিøউডবিøউডবিøউ.পোর্টালানালিটিকা.মি জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, এখানে একটি ঘটনা ঘটেছে। তবে ওই ঘটনার বিস্তারিত জানাননি তিনি। পুলিশের গাড়িগুলো দূতাবাসের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে রেখেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত রয়টার্সের এক ফটোগ্রাফার। বিস্ফোরণে দূতাবাসটির কোনো ক্ষতি হয়েছে, এমন কোনো আলামত দেখা যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দূতাবাসটি যুক্তরাষ্ট্রের নাগরিকদের দূতাবাস থেকে দূরে অবস্থান করার পরামর্শ দিয়েছে। নিজেদের ওয়েবসাইটে তারা বলেছে, “পোডগোরিকার যুক্তরাষ্ট্র দূতাবাস সেখানে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জানাচ্ছে, পোডগোরিকার যুক্তরাষ্ট্র দূতাবাসে সক্রিয় নিরাপত্তা পরিস্থিতি সক্রিয় আছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত দূতাবাস এড়িয়ে যেতে বলা হচ্ছে।” সাবেক যুগোশ্লাভিয়া প্রজাতন্ত্র বিলুপ্ত হওয়ার পর যে কয়টি নতুন রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে তাদের মধ্যে সবচেয়ে ছোট রাষ্ট্র মন্টিনিগ্রো। গত মে-তে রাষ্ট্রটি ২৯তম সদস্য হিসেবে নেটো সামরিক জোটে যোগ দিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ