মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনে ২০১৬ সালে ক্ষমতা গ্রহণের পর মাদকের বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করেন প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। সে সময় থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সরকারের মাদকবিরোধী অভিযানে ২০ হাজার মানুষ নিহত হয়েছে। বিরোধী দলীয় এক সিনেটর স¤প্রতি এমন তথ্য সামনে এনেছেন। গত বুধবার ফিলিপাইন সিনেটে এক বক্তব্যে অ্যান্তনিও ট্রিলানেস বলেন, দুতার্তের নিজের প্রশাসনিক রিপোর্টই বলছে যে, ২০১৬ সালের ১ জুলাই থেকে ২০১৭ সালের ২৭ নভেম্বর পর্যন্ত মাদক বিরোধী অভিযানে আটকের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের চেষ্টা করে বা পুলিশের বিভিন্ন অভিযানে মাদক চোরাচালান বা এ ধরনের বিভিন্ন ব্যবসায় জড়িত ৩ হাজার ৯৬৭ জন নিহত হয়েছে। এছাড়া ২০১৬ সালের ১ জুলাই থেকে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আরও ১৬ হাজার ৩৫৫টি হত্যাকাÐের ঘটনা এখনও তদন্তাধীন রয়েছে বলে জানানো হয়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, ১ লাখ ১৮ হাজার ২৮৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং মাদক বিরোধী অভিযানের সময় আরও ১৩ লাখ ৮ হাজার ৭৮ জন পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।