মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইয়েমেনে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে ৬৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। গত কয়েক মাসের মধ্যে এসব মানুষ মৃত্যু বরণ করেছে প্রতিষ্ঠানটি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু’র বরাত দিয়ে খবরে বলা হয়েছে, দেশটির ২৩টি রাজ্যের মধ্যে ২০ রাজ্যের ৩৩৩টি জেলার মধ্যে ১৬৩টি জেলার ফলাফল থেকে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে ঠিক কোন সময় এ তথ্য রেকর্ড করা হয়েছে সেই তথ্য জানানো হয়নি। তবে এখন পর্যন্ত মোট ১১০০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। গত বছরের এপ্রিলে দেশটিতে কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়ে। এতে প্রাণ দুই হাজার দুইশ মানুষ মারা যায় এবং আক্রান্ত হয় অন্তত ১০ লাখেরও বেশি মানুষ। ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ রাব্বু মানসুর হাদি ও হুথি বিদ্রোহীদের মধ্যে প্রায় তিন বছর ধরে লড়াই চলছে। হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে সউদী নেতৃত্বাধীন সামরিক জোটও। ক্রমাগত বিমান হামলার কারণে দেশটিতে ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।