Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

আফগানিস্তানে নিহত ৩
ইনকিলাব ডেস্ক : ন্যাটো নেতৃত্বাধীন জোট বাহিনী গত বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে। এতে ইসলামিক স্টেট (আইএস) এর তিন জিহাদি নিহত ও অপর একজন আহত হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা জানান। এ ব্যাপারে প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, ‘হাস্কা নিমা জেলার লাঙ্গারি কান্দো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ হামলা চালানো হয়। তবে এই বিমান হামলায় কোনো বেসামরিক লোক হতাহত হয়নি। সিনহুয়া।


প্রকল্প অনুমোদন
ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের জন্য মোট ৪৮টি বিনিয়োগ প্রকল্প অনুমোদন করেছে দেশটি। স¤প্রতি মিয়ানমারের ইমপ্লিমেন্টেশন কমিটি ফর দ্য রেকমেন্ডেশনস অন রাখাইন স্টেটের ইস্যুকৃত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুসারে, রাখাইন রাজ্যের পশু ও মৎস্য খাত, নির্মাণ, হোটেল ও পর্যটন, খনি এবং বিদ্যুৎসহ বেশ কয়েকটি খাতে বিনিয়োগ প্রকল্প অনুমোদন করা হয়েছে। করপোরেট সোস্যাল রেসপন্সিবিলিটি কার্যক্রমের অংশ হিসেবে বিনিয়োগকারীরা কায়ুকফিয়ু শহরের মোট ৫০টি গ্রামের প্রতিটিতে প্রায় ২৩ হাজার ৭৭ ডলার (৩ কোটি কিয়াত) অর্থায়ন করবে। সিনহুয়া।


স্কুলছাত্রী উদ্ধার
ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইয়োবে প্রদেশের একটি স্কুলে বোকো হারামের হামলার পর থেকে ১১১ স্কুলছাত্রী ‘নিখোঁজ’ রয়েছে। এ ঘটনায় আরো অনেকে অপহৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। ইয়োবের পুলিশ কমিশনার আবদুমালিকি সুনমুনু আল-জাজিরাকে জানান, সোমবার প্রদেশের দাপচি শহরের একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীরা হামলা চালালে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা পালাতে বাধ্য হন। পরদিন মঙ্গলবার স্কুলে ১১১ ছাত্রী অনুপস্থিত ছিল। তবে তাদের অপহরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত জানা যায়নি। এএফপি, রয়টার্স।


পেরুতে নিহত ৪৪
ইনকিলাব ডেস্ক : পেরুতে যাত্রীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে গিরিখাতে পড়ে গেলে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ও স্ট্রেট টাইমস জানিয়েছে, বুধবার গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় দোতলা বাসটি প্রায় ২৬০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। আরেকিপা অঞ্চলের ওকোনা জেলায় পেরুর প্রধান সড়ক প্যান-আমেরিকান মহাসড়কের একটি বাঁকে বাসটি গিরিখাতে পড়ে যায়। স্ট্রেট টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ