Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্ক্রিপ্ট ভাল লাগলে অভিনয় করেন দীপা

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। এফ জামান তাপসের নির্দেশনায় ‘চলিতেছে টানাটানি’ নাটকে অভিনয় করছেন তিনি। শিঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে ধারাবাহিকটি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘এখন এমন একটি সময় যাচ্ছে যেখানে ভালো স্ক্রিপ্ট পাওয়া খুব কঠিন হয়ে পড়েছে। চলিতেছে টানাটানি’র স্ক্রিপ্ট ভালো লেগেছে। আমার চরিত্রেও কিছুটা নতুনত্ব আছে। কাজটি করে ভালো লাগছে। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ দীপা খন্দকার আগের চেয়ে অভিনয় কমিয়ে দিয়েছেন। সংসার এবং দুই সন্তানকে নিয়ে তাকে বেশি ব্যস্ত থাকতে হয়। ফলে মাসজুড়ে অভিনয়ে সময় দেয়া তার পক্ষে সম্ভব নয়। ভাল স্ক্রিপ্ট পেলে সময় বের করে অভিনয় করেন। এদিকে তার অভিনীত জাহানারা আহমদে রচিত ‘লকেট’ ধারাবাহিকটি বিটিভিতে প্রচার হচ্ছে। অন্যদিকে চৈতী পরিচালিত ‘গল্প শেষে ঘুমের দেশে’ ধারাবাহিকটি দূরন্ত টিভিতে প্রচার হচ্ছে। বর্তমানে দেশের প্রায় সব ক’টি চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে দীপা’র নতুন একটি বিজ্ঞাপন। প্রাণ গুড়া মসলা’র বিজ্ঞাপনে তার উপস্থিতি দর্শককে মুগ্ধ করছে। এরইমধ্যে দীপা খন্দকারের উপস্থাপনায় শেষ হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘হাউজ ওয়াইফ’ এবং প্রচার শেষ হয়েছে তার অভিনীত আকরাম খান পরিচালিত ‘হাউজ ওয়াইভস’ ধারাবাহিক নাটকের কাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ক্রিপ্ট ভাল লাগলে অভিনয় করেন দীপা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ