গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
স্টাফ রিপোর্টার : খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে দেশবাসী অধির আগ্রহে অপেক্ষা করছে। দেশের বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে। খালেদা জিয়ার মুক্তিকে বাঁধাগ্রস্থ করার জন্যে সরকার নানা ধরণের কূটকৌশলের আশ্রয় নিচ্ছে। রায়ের কপি সংশোধন, প্রশ্নবোধ চিহ্নকে কেটে দাড়ি চিহ্ন বসান সে কূটকৌশলেরই অংশ। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ খালেকুজ্জামান, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর,া শফিউল আলম, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, মাওলানা নোমান মাযহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মাওলানা তোফাজ্জল হোসনে মিয়াজী, মাওলানা আজীজুল হক প্রমুখ। মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, এ ছাড়া সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচীতে বাঁধা দিয়ে, গুলি চালিয়ে, গ্রেফতার করে সরকার দেশবাসীর প্রতিবাদি কন্ঠকে স্তব্ধ করে দিতে চায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।