Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের মানুষের উন্নত জীবনের যা প্রয়োজন তা সরকার করে চলেছে -ড. মসিউর

প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কেশবপুর উপজেলা সংবাদদাতা : সকল মানুষ ও ধর্মের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন সহিষ্ণু ছিলেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্ম ও সকল মানুষের প্রতি সহনশীল রয়েছেন। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পৌঁছাতে এবং এদেশের মানুষের জীবন উন্নত করতে যে সকল সুযোগ সৃষ্টি করা তা বর্তমান সরকার করে চলেছে। আগামী ৬ থেকে ১০ বছরের মধ্যে প্রতিটি জেলায় ও পর্যাক্রমে উপজেলায় পর্যায়ে পলিটেকনিক কলেজ প্রতিষ্ঠিত হবে। সকলকে দক্ষ শিক্ষায় শিক্ষিত হতে হবে। মহাকবি মাইকেলের সব কিছুর পেছনে একটা প্রেরণা ছিল। মধু কবির কাব্যের মধ্যে প্রহসন ও সৃজনশীল রয়েছে। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ২২ জানুয়ারি রাতে সপ্তাহব্যাপী মধুমেলায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এসব কথা বলেন। যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। এছাড়া প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ ও যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাড. মাহমুদ হাসান বুলু বক্তব্য রাখেন। শুভেচ্ছ বক্তব্য রাখেন কেশবপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রূহুল আমিন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাগরদাঁড়ি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আমানাত আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গণশিক্ষা সম্পাদক দেবাশীষ আইচ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবির।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশের মানুষের উন্নত জীবনের যা প্রয়োজন তা সরকার করে চলেছে -ড. মসিউর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ