Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রাগের বশে সাপের মাথা চিবিয়ে হাসপাতালে

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : রাগের বশে সাপের মাথা কেউ চিবিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের উত্তরপ্রদেশের হারদুইয়ের বাসিন্দা সোনেলাল। মোহনগঞ্জ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে সোনেলালকে নিয়ে আসা হয়। চিকিৎসক ডা. মহেন্দ্র ভার্মা ও কম্পাউÐার হিতেশ কুমার সোনেলালের চিকিৎসা সেবার দেখভাল করেন। তারা বলেন, তাকে সাপে কামড় দিয়েছে বলে আমাদের জানানো হয়, কিন্তু সোনেলালের দেহে সাপের কামড়ের কোনো চিহ্ন পাওয়া যায়নি। রাত ১০টা নাগাদ হুঁশ ফেরে সোনেলালের। তিনি জানান, ওই দিন গোয়াল ঘরে তিনি গরু-বাছুর দেখভাল করছিলেন। ওই সময়ে তাকে একটি সাপ কামড় দেয়। আর এতে প্রচÐ রাগ হলে তিনি সাপটিকে ধরে তার মাথায় কামড়ে দেন। শুধু তা-ই নয়। এর পর সাপের মাথা ছিঁড়ে চিবিয়ে ফেলেন। মুখ থেকে তা ফেলে দেওয়ার পরই বেহুঁশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ