Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাশিক আহমেদের অডিও অ্যালবাম ঘোর কাটেনা

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানের ডালির ব্যানারে বাজারে এসেছে তাশিক আহমেদের গাওয়া গান নিয়ে অ্যালবাম ‘ঘোর কাটেনা’। অ্যালবামের গানগুলোতে সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন কৌশিক হোসেন তাপস, মান্নান মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন লিটন অধিকারী রিন্টু, জুলফিকার রাসেল, শাহরিয়ার নাজিম জয়, কৌশিক হোসেন তাপস, শেখ রেজা শানু ও রাজেশ ঘোষ। ভিন্ন ধাঁচের আটটি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো হলো আমি পাড়ি দিতে চাই, ঘোরে কাটেনা, লক্ষ্যহীন চলার পথে, চাঁদ তারা, কোন ঠিকানায় পাঠাবো মাগো, কষ্ট পথের পথিক, একবার নয় দুইবার নয় এবং তোমার জন্ম না হলে বন্ধু জন্ম হতো কি এই বাংলাদেশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাশিক আহমেদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ