প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন: বইমেলায় আফজাল হোসেনের লেখা গল্প প্রথম প্রকাশ হয়েছিলো আজ থেকে তিন দশকের বেশি সময় আগে বন্ধু কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সঙ্গে যৌথভাবে লেখা একটি বই নিয়ে। বইটির নাম ছিলো ‘যুবকদ্বয়’। এটি প্রকাশ হয়েছিলো অনন্যা প্রকাশনী থেকে। সেই থেকে অভিনয়ের বাইরে আফজাল হোসেনের লেখালেখি অব্যাহত রয়েছে। গত বছরের বইমেলাতেও তার বই প্রকাশিত হয়েছে। এবারের বইমেলায় দুটি নতুন বই নিয়ে হাজির হয়েছেন। দুটি বই হচ্ছে চারটি উপন্যাসের সমাহার ‘চার দরজা’। এই বইটিতে পাঠক আফজাল হোসেনের লেখা ‘কানামাছি’, ‘বিরহকাল’, ‘পারলেনা রুমকী’ এবং ‘কুসুম কীট’ এই চারটি উপন্যাস এক মলাটে পাবেন। এছাড়া ১২টি গল্প নিয়ে গল্প সমগ্র হিসেবে প্রকাশিত হয়েছে ‘জাহাঙ্গীর বাদশাহ’র ঘোড়া’। আফজাল হোসেন জানান, এরইমধ্যে বই দুটি মেলায় প্রকাশিত হয়েছে। প্রকাশনা সংস্থা ‘অনন্যা প্রকাশনী’র স্টলে বই দুটি পাওয়া যাচ্ছে। আফজাল হোসেন বলেন, ‘দুটি বই-ই পাঠকের ভালো লাগার মতো। পাঠক চাইলে বই দুটি নিয়ে অবসরে ভালোলাগা নিয়ে পড়তে পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।