প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আগে যতটা আলোচনা হয়েছে বক্স অফিসের বিবেচনায় তার প্রতিফলন ঘটেনি ‘আইয়ারি’ চলচ্চিত্রটির ক্ষেত্রে। তবে একেবারে দর্শক টানতে পারেনি তাও নয়। ভারতের ১৭৫৪ আর বহির্বিশ্বের ৩৯৬ পর্দায় মুক্তি পেয়েছে ফিল্মটি। ভারতে ২৫ থেকে ৩০ শতাংশ দর্শক পা ফেলেছে হলে। বাইরের অবস্থা অপেক্ষাকৃত ভাল। ‘আইয়ারি’ পরিচালনা করেছেন নীরাজ পাÐের। পলিটিকাল থ্রিলারটিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনোজ বাজপেয়ি, পূজা চোপড়া, রাকুল প্রীত সিং, অনুপম খের, নাসিরুদ্দিন শাহ, আদিল হুসেন, বিক্রম গোখালে এবং কুমুদ মিশ্র। ফিল্মটি গত শুক্রবার মুক্তি পেয়ে আয় করে ৩.৩৬ কোটি রুপি। শনিবার আয় বেড়ে দাঁড়ায় ৪.০৪ কোটি রুপি। রবিবারের ৪.৩০ কোটি রুপি আয় সপ্তাহান্তের আয় ১১.৭০ কোটির রুপি। সোমবার ফিল্মটির আয় ১.৪৩ কোটি রুপি। ফিল্মটি আরে এগোতে পারবে কিনা সন্দেহ। প্যাডম্যান’-এর আয় কমে এসে এখন ৭৪ কোটি রুপিতে পৌঁছেছে, আয় ৮৫ কোটি ছাড়াবে বলে মনে হয় না। ‘পদ্মাবত’ ফিল্মটির আয় এখন ২৭৯ কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।