Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৪৩০টি বস্তিতে ডিসেম্বর নাগাদ বৈধ পানি সংযোগ

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাজধানীর ৪৩০ টি বস্তিতে ডিসেম্বর নাগাদ নিরাপদ ও বৈধ পানি সরবরাহের লক্ষ্যে মোট ৩০০০ হাজার পানি সংযোগ/ওয়াটার পয়েন্ট স্থাপন করা হবে। ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) এবং ফরাসি উন্নয়ন সংস্থা এএফডি এ কার্যক্রম বাস্তবায়নে ১৯ ফেব্রæয়ারি হোটেল সোনারগাঁও এ ৮ টি এনজিও’র সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ঢাকা ওয়াসার পক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুননাহার লাইলি এবং স্ব স্ব এনজিও প্রতিনিধিরা স্বাক্ষর করেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এর সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকাস্থ ফরাসি রাষ্ট্রদূত মিসেস ম্যারি এনিক বুরডিন, ফরাসি উন্নয়ন সংস্থা এএফডি’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভ মিঃ চালার্ড, ইইউ ডেলিগেশনের ডেভেলপমেন্ট কোয়াপরেশন এর হেড মিঃ মারিও রনকনি এবং স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এএসএম মাহবুবুল আলম। এছাড়া ঢাকা ওয়াসার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনার ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানি সংযোগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ