বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল ব্যুরো : বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের টাকার দাবীতে বরিশাল সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে সেবামুলক প্রতিষ্ঠানটি চরম অচলবস্থার মুখে। গত রোববার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি শুরু করা হয়েছে। প্রতিদিনই পরিস্থিতি জটিল হচ্ছে। কার্যত বরিশাল নগর ভবন এখন প্রায় অচল। বিসিসির অর্থ ও সংস্থাপন সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার এবং কাউন্সিলর হাবিবুর রহমান টিপু নগর ভবনে গিয়ে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যা সমাধানের প্রস্তাব দিলেও আন্দোলনকারীগন বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের টাকা প্রদান ছাড়া আর কোনো আলোচনায় বসতে রাজি হননি। আন্দোলনকারীদের নেতৃত্বদানকারীদের অন্যতম বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের বিসিসি শাখার সভাপতি দিপক লাল মৃধা সাংবাদিকদের জানিয়েছেন, ‘গত দুই বছরে ৯ বার তারা কর্মবিরতি পালন করেছেন। প্রতিবার আশ^াসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করা হলেও মেয়র কামাল প্রতিশ্রæতি রাখেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।