Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লুইপার প্রথম মিউজিক ভিডিও

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী লুইপা তার প্রথম একক অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও’র কাজ শেষে করেছেন গত ২৫ মার্চ। রবিউল ইসলাম জীবনের লেখা ‘ঘুরে ফিরে’ গানটির সুর সঙ্গীতায়োজন করেছিলেন কিশোর দাশ। গত বছর সিডি চয়েজ থেকে বাজারে আসা এই অ্যালবামটির এই গানটি এরইমধ্যে বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তাই লুইপা তার ভক্ত-শ্রোতাদের ভালোলাগার কথা বিবেচনা করেই তার এই গানটিই মিউজিক ভিডিও করার সিদ্ধান্ত নেন। গত শুক্রবার রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকায় এবং উত্তরায় এই গানের দৃশ্য ধারণের কাজ শেষ হয়। এটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ক্যামেরায় ছিলেন বিকাশ সাহা। মিউজিক ভিডিওটি নির্মাণ প্রসঙ্গে লুইপা বলেন, ‘এখনতো আসলে গান শুধু শোনারই বিষয় নয়, দেখারও বিষয়। তা আমার প্রথম একক অ্যালবাম বাজারে আসার পরপরই বিষয়টি উপলব্ধি করলেও একটু দেরিতে হলেও আমার একটি মৌলিক গানের মিউজিক ভিডিও করেছি। সৌমিত্র দাদা চেষ্টা করেছেন গানের কথা, সুর’র সাথে সামঞ্জস্য রেখে সময়োপযোগী একটি মিউজিক ভিডিও নির্মাণ করতে। আশাকরি প্রচারে এলে দর্শক শ্রোতাদের ভালোলাগবে।’ লুইপা জানান, পহেলা বৈশাখ থেকেই এটি প্রচারে আসবে। গত বছর সিডি চয়েজ থেকে লুইপার প্রথম একক ‘ছায়াবাজি’ বাজারে আসে। এর সবগুলো গান লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সঙ্গীতায়োজন করেছেন কিশোর দাশ। এদিকে লুইপা নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গেলো সপ্তাহে তিনি দর্শনায় একই মঞ্চে কনকচাঁপার সঙ্গে সঙ্গীত পরিবেশন করেন। আর এটি ছিলো তার সঙ্গীত জীবনের এক অন্যরকম অভিজ্ঞতা। এদিকে ‘ছায়াবাজি’র পর আর নতুন কোন মৌলিক গান না করলেও শিগগিরই লুইপা নতুন গানের কাজ শুরু করবেন। এদিকে স্বাধীনতা দিবসে গাজীপুরে একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করেন লুইপা, লিজা ও রাজীব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুইপার প্রথম মিউজিক ভিডিও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ