Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্প্যানিশ ফুটবলে বাজিকরের থাবা!

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : হেডলাইন পড়েই চমকে ওঠার দরকার নেই। তবে অভিযোগ যা তাতে করে চোখ কপালে উঠতেই পারে। বিশেষ করে অভিযোগের সঙ্গে বিশ্বের অন্যতম ফুটবলের আবাদভুমি স্পেনের নামটি জড়িত থাকায়। স্প্যানিশ ফুটবলের নীচু সারির লিগে ম্যাচ পাতানোর অভিযোগে অন্তত ২৪ জনকে আটক করেছে স্থানীয় পুলিশ। স্প্যানিশ পুলিশ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
পুরো দেশজুড়েই এই অভিযান চালানো হয়েছে বলে সূত্রটি জানিয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির শীর্ষ ক্লাব বার্সেলোনাও। স্পেনের পশ্চিমাঞ্চলীয় শহর জাফরার একটি আদালতের নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে এই গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। স্প্যানিশ ফুটবলের তৃতীয় ও চতুর্থ সারির দ্বিতীয় বিভাগ বি ও তৃতীয় বিভাগের ম্যাচে খেলোয়াড়দের বিপক্ষে কর্ণার ও পেনাল্টির ঘটনায় অভিযোগ উত্থাপিত হয়। এই ধরনের পরিস্থিতিতে বেটিংয়ের অভিযোগও পাওয়া গেছে। তদন্তের সূত্রমতে জানা গেছে পুরো ঘটনায় চাইনিজ বাজিকরদের সংশ্লিষ্ঠতা রয়েছে। ২০১৭ সালের এপ্রিলে স্প্যানিশ পুলিশ তৃতীয় সারির দল এলডেনসের কোচসহ দু’জন খেলোয়াড়কে ফিক্সিংয়ের দায়ে আটক করেছিল। এর আগে ২০১৬ সালে ঐ ক্লাবেরই আরেক কোচ ও বেশ কয়েকজন ইতালিয়ান শেয়ার হোল্ডারকেও আটক করা হয়েছিল। বার্সেলোনা-বি দলের বিপক্ষে ইচ্ছাকৃত ভাবে ম্যাচ পরাজয়ের অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়। ম্যাচটিতে এলডেনস ১২-০ গোলে পরাজিত হয়েছিল। ঐ ঘটনায় পরবর্তীতে পাঁচজনকে জামিনে ছেড়ে দেয়া হয় ও এলডেনস ইতালিয়ান শেয়ারহোল্ডারদের সাথে তাদের চুক্তি বাতিল করে।
ঋণের আবেদন জিম্বাবুয়ের
স্পোর্টস ডেস্ক : বর্তমানে আর্থিক অনটনে রয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট ইউনিয়ন (জেডসিইউ)। যে কারণে পাকিস্তান ক্রিকেট দলকে আথিতিয়তা দিতে ভাবনায় পড়ে গেছে জিম্বাবুয়ে। আর এই আর্থিক অনটন থেকে মুক্তি চায় তারা। তাই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ঋণ চেয়ে আবেদন করেছে জেডসিইউ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি গণমাধ্যমকে জানান, পাকিস্তান ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরের সূচি এখনো ঠিক আছে। এ সফর আয়োজনে জিম্বাবুয়ে আইসিসি’র কাছে ঋণের জন্য আবেদন করেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ