প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: অগ্রণী ব্যাংক-শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার পেলেন লেখক-নাট্যকার পলাশ মাহবুব। তার আলোচিত ছড়াগ্রন্থ ‘মা করেছে বারণ’ এর জন্য তিনি এ পুরস্কার পান। শিশু একাডেমীর পক্ষ থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবার একসাথে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ছয় বছরের পুরস্কার ঘোষণা করা হয়। উল্লেখ্য ২০১৬ সালে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত ‘মা করেছে বারণ’ বইটি এর আগে এসিআই-আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার লাভ করে। এছাড়া বইটি জাতীয় গ্রন্থকেন্দ্র এবং জাতীয় গ্রন্থাকার অধিদপ্তর কর্তৃক নির্বাচিত বইয়ের তালিকায়ও জায়গা করে নেয়। পলাশ মাহবুব লেখালেখি করছেন প্রায় দুই দশক ধরে। লিখছেন ছোট বড় সবার জন্য ছড়া, গল্প, উপন্যাস, নাটক, রম্য রচনা। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৩। লেখালেখির জন্য পেয়েছেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, এসিআই-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গের অন্নদাশংকর রায় শিশু সাহিত্য পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার। পেশাগত জীবনে সংবাদপত্র ও টেলিভিশনে সমনতালে কাজ করা পলাশ মাহবুব বর্তমানে দৈনিক সারাবাংলা এবং সারাবাংলা ডট নেট-এ উপ-সম্পাদক হিসেবে কাজ করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।