Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ইইউ’র স্বাধীন তদন্ত প্রস্তাব প্রত্যাখ্যান

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে নির্যাতনের ঘটনার স্বাধীন তদন্তের জন্য ইইউ পার্লামেন্টারি প্রতিনিধি দল যে দাবি জানিয়েছে, তা প্রত্যাখ্যান করে মিয়ানমার বলেছে, তারা বিশ্বাস করে না যে এখানে কোন বিদেশী তদন্ত স্বাধীন ও স্বচ্ছ হবে। প্রেসিডেন্টের দফতরের মুখপাত্র উ জাউ তে দ্য ইরাবতিকে বলেন, মিয়ানমার ইয়াঙ্গি লি-এর (মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত) সাথে সহযোগিতা করেছিল, যিনি স্বাধীন তদন্তের কথা বলেছিলেন। কিন্তু সফরের পরে তিনি যে সব দাবি করেছেন, সেগুলো সঠিক নয়। তাই কোন তথ্য যাচাই মিশনের (ইইউয়ের প্রস্তাবিত) ব্যাপারে বা বিদেশীদের পরিচালিত কোন তদন্তের ব্যাপারে আমরা একমত হবো না। পিয়ার অ্যান্টনিও পাঞ্জেরির নেতৃত্বাধীন ইউরোপিয় পার্লামেন্টারি প্রতিনিধি দল ১২-১৬ ফেব্রæয়ারি মিয়ানমার সফর করেন। এক সংবাদ সম্মেলনে ইটালিয় এই রাজনীতিক রাখাইন রাজ্যে মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি স্বাধীন তদন্ত পরিচালনার জন্য সরকারের প্রতি আহŸান জানান। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ