Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বারবার মুক্তির তারিখ দিয়েও পিছিয়ে যাচ্ছে থ্রি ইডিয়টস

প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা দিয়েও মুক্তি পায়নি ভারত থেকে আমদানিকৃত সিনেমা থ্রি ইডিয়টস। ২০০৯ সালে মুক্তি পাওয়া এ সিনেমাটি ভারতে সুপারহিট হয়েছিল। বিষয়টি বিবেচনা করে বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান ইনউইন সিনেমাটি আমদানি করে। ইতোমধ্যে ভারত থেকে আমদানিকৃত ওয়ান্টেড, জোর, বদলা, খোকাবাবু, খোকা ৪২০, বেলাশেষে, বেপরোয়াসহ বেশ কয়েকটি সিনেমা মুক্তি দেয়া হয়। কিন্তু কোনোটিই ব্যবসা করতে পারেনি। দর্শক এসব সিনেমা দেখতে হলমুখী হয়নি। দর্শকদের হিন্দি সিনেমার প্রতি এই অনাগ্রহ থেকেই থ্রি ইডিয়টস মুক্তি দিতে বারবার পিছিয়ে যাচ্ছে আমদানিকারক প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি মনে করছে, ভারতে প্রবল জনপ্রিয় এ সিনেমাটি এদেশে না চললে আমদানিকারকরা সমালোচনার মুখে পড়তে পারেন। এ কারণে মুক্তির তারিখ বারবার পিছিয়ে যায়। অবশ্য প্রতিষ্ঠানটি সিনেমাটি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করেছে। আগামী ১৫ এপ্রিল মুক্তি দেয়া হবে। অনেকে ধারণা করছেন, ওইদিনও সিনেমাটি মুক্তি পাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বারবার মুক্তির তারিখ দিয়েও পিছিয়ে যাচ্ছে থ্রি ইডিয়টস
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ