Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাহোরে গুলিতে দুই আইনজীবী নিহত

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের লাহোর দায়রা আদালতে এক আইনজীবীর গুলিতে অপর দুই আইনজীবী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিচারক তাসিউর রেহমানের এজলাসের বাইরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন নিউজ। দুই আইনজীবীর মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে ভাষ্য পুলিশের। নিহত আইনজীবীদের রানা নাদিম ও রানা ওয়াইস বলে শনাক্ত করা হয়েছে। গুলিবর্ষণকারী আইনজীবী কাশিফ রাজপুতকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই বিপুল সংখ্যক পুলিশ আদালত চত্বরে উপস্থিত হয়ে ঘটনাস্থলটি ঘিরে ফেলে। আসা-যাওয়ার পথগুলো বন্ধ করে আদালতে তল্লাশি অভিযান শুরু করে তারা। চলতি মাসে লাহোরের দায়রা আদালতে গুলিবর্ষণের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১ ফেব্রæয়ারি শহরটির একটি দায়রা আদালতে খুনের অভিযোগে বিচারাধীন এক বন্দির ওপর বন্দুক হামলা চালানো হলে এক পুলিশসহ ওই বন্দি নিহত হন। ডন, জিও নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ