মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কাঠ ব্যবহার করে নির্মিত বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বি ভবন তৈরির পরিকল্পনা করেছে জাপানের একটি কোম্পানি। ২০৪১ সালে নিজেদের ৩৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ভবনটি নির্মাণের পরিকল্পনা করেছে সুমিতোমো ফরেস্ট্রি কোম্পানি। কোম্পানিটি জানিয়েছে, ডবিøউ৩৫০ নামের ৭০-তলা টাওয়ারটি ১০ শতাংশে স্টিল আর বাকী অংশে প্রায় এক লাখ ৮০ হাজার ঘনমিটার স্থানীয় কাঠ ব্যবহার করা হবে। ভবনটিতে প্রায় আট হাজার বাড়ি এবং প্রতি তলার বারান্দায় বৃক্ষ ও গাছ-লতাপাতা থাকবে বলে জানিয়েছে তারা। টোকিওর ভূমিকম্প মোকাবিলার জন্য ভবনটির কেন্দ্রে ৩৫০ মিটারের কাঠের ও স্টিলের একটি কলাম থাকবে এবং এর সঙ্গে একটি ডায়গনাল স্টিল ভাইব্রেশন-কন্ট্রোল সংযুক্ত থাকবে। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৫৬০ কোটি ডলার ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। এর অর্ধেক অর্থে একই উচ্চতার প্রচলিত আকাশচুম্বি একটি ভবন তৈরি করা যায়। তবে ২০৪১ সালে ভবনটির নির্মাণকাজ শেষ হওয়ার আগেই প্রযুক্তিগত অগ্রগতির জন্য নির্মাণ খরচ আরো কমে আসবে বলে আশা করছে কোম্পনিটি। বিশ্বে অনেক জায়গায়ই কাঠ ব্যবহার করে তৈরি করা আকাশচুম্বি ভবন আছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।