মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের মেঘালয়ে বোমা বিস্ফোরণে বিধানসভার কংগ্রেস দলীয় এক প্রার্থীসহ চারজন নিহত হয়েছেন। রোববার রাতে পূর্ব গারো পাহাড় এলাকায় হাতে তৈরি বোমা বিস্ফোরণে তারা নিহত হয়েছেন। ভারতের জাতীয় কংগ্রেস দলের স্থানীয় নেতা জোনাথন এন সাংমা আগামী সপ্তাহের বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, একটি জনসভা থেকে ফেরার সময় তাদের গাড়িবহর লক্ষ্য করে আগে থেকে ওঁৎ পেতে রাখা বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এতে সংমার পাশাপাশি তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ও দুজন দলীয় কর্মী নিহত হন। পুলিশ জানিয়েছে, গারো পাহাড় এলাকায় তৎপর সন্দেহভাজন সন্ত্রাসীরা হামলাটি চলিয়েছে বলে মনে করা হচ্ছে। জেলা হাকিম রামকুমার শর্মা বলেন, কংগ্রেস প্রার্থীর লাশসহ ঘটনাস্থলে চারটি লাশ পাওয়া গেছে। সূত্র : এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।