Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরচ্যারিতে জার্মান কোচ

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


স্পোর্টস রিপোর্টার : এবার বাংলাদেশের আরচ্যারিতে দীর্ঘ মেয়াদে নিয়োগ দেয়া হলো জার্মান কোচ ফ্রেডরীক মার্টিনকে। কোচ মার্টিন গত ১৪ ফেব্রæয়ারী থেকে টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে জাতীয় আরচ্যারি দলের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করলেও তার সঙ্গে ফেডারেশনের পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর হয় গতকাল। চুক্তি অনুযায়ী প্রতি বছরের ডিসেম্বর মাসে তা নবায়ন করা হবে। এ উপলক্ষ্যে কাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানেই মার্টিনের সঙ্গে চুক্তিতে সই করেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রæপের নির্বাহী পরিচালক (মার্কেটিং এন্ড ফাইন্যান্স) শোয়েব মো: আসাদুজ্জামান, ফেডারেশনের সহ-সভাপতি এবং প্রশিক্ষণ ও উন্নয়ন কমিটির আহŸায়ক মো: আনিসুর রহমান দিপু সহ অন্যান্য কর্মকর্তারা। সিটি গ্রæপের পৃষ্ঠপোষকতায় ও আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘তীর গো ফর গোল্ড’ প্রোজেক্টের আওতায় উদীয়মান ও জাতীয় দলের আরচ্যারদের ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধি করার লক্ষ্যেই জার্মান কোচ ফ্রেডরীক মার্টিনকে নিয়োগ দেয়া হয়েছে। তার অধীনে বছর ব্যাপী আয়োজন হবে আরচ্যারির প্রশিক্ষণ কার্যক্রম। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল বলেন,‘বিভিন্ন দেশের বেশ ক’জন কোচের প্রোফাইল যাচাই-বাচাই করে আমরা জার্মান ফ্রেডরীক মার্টিনকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আশাকরছি তার অধীনে প্রশিক্ষণ নিয়ে আমাদের আরচ্যাররা বিশ্বমানে পৌঁছতে পারবে। ভবিষ্যতে আন্তর্জাতিক আসর থেকে পদক জয় করে তারা দেশের মান বাড়াতে পারবে। আমাদের প্রধান লক্ষ্য হলো ২০২০ টোকিও অলিম্পিক গেমস। বিশ্বের সর্ব বৃহৎ এই ক্রীড়া আসরে পদক জয়ের লক্ষ্যে আমরা এখন থেকেই কাজ শুরু করেছি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ